Skip to content

News

From Old Dhaka to Instagram: Evolution of Beauty Trends in Bangladesh

From Old Dhaka to Instagram: Evolution of Beauty Trends in Bangladesh

If you stroll down the narrow alleys of Old Dhaka today, it’s hard to imagine the bustling beauty scene it once housed. For decades, barbershops like Jibon Krishna Shil’s were humble microcosms of local grooming culture — a single wobbling ceiling fan, two squeaky chairs, and a cassette player spilling out classic film songs while customers debated politics or cricket. When Jibon passed away, the shutters closed for good. His son Paban glanced at the flaking signboard and shrugged: “This cheap salon won’t catch a fly anymore. A new age is coming.” And he wasn’t wrong. Fast forward 15 years, and the landscape has flipped entirely. Today, air-conditioned parlors hum with activity where ceiling fans groaned, LED spotlights gleam over tiled floors, and phrases like “gents parlour” have become commonplace. The haircuts themselves are just one part of the story; what has truly transformed is the concept of beauty itself — from intimate, neighborhood craftsmanship to a modern, social-media-driven industry. The Demographic Dividend Driving Beauty Trends Bangladesh is home to over 163 million people, with youth aged 18–35 making up more than 33% of the population. This demographic is earning disposable income, averaging BDT 10,831 to BDT 15,446 per month, and is increasingly shaping consumer preferences. Think of it like a wave of young, empowered consumers entering the market, seeking products and experiences that reflect their lifestyle. This “demographic dividend” has created a sweet spot for beauty and personal care products. Skincare, haircare, and cosmetics aren’t just about looking good anymore—they’re about expressing identity, confidence, and empowerment. Local and organic skincare brands have caught on, offering alternatives to harsh chemical-laden products. The youth, particularly urban millennials and Gen Z, are not only buying but actively questioning traditional beauty norms, from fairness creams to colorism-driven ideals. From Ceiling Fans to Air Conditioning: The Salon Revolution Take the journey of Palash Ahmed, a former Mirpur apprentice, who watched the gents parlour scene evolve firsthand. Starting with just Tk20 a day sweeping floors, he eventually launched Rose Style Gents Parlour. With Tk13 lakh invested, five hydraulic chairs, marble sinks, spotlights, and a small team of stylists, the salon redefined what a neighborhood grooming spot could be. Prices rose in step with services, but so did customer respect. Today, stylists are called professionals, customers expect comfort, and haircuts are just the beginning — from facials to spa treatments. Similarly, Hair Lab, founded by designer Azizur Rahman Tanvir, showcases how aesthetics and innovation influence beauty. Mirrors, vector art on glass walls, and a focus on training stylists as partners created a modern, Instagram-worthy environment. Technology isn’t just in the tools — clippers, steamers, scalp cleaners — but also in the way trends are tracked online and reproduced offline. The Rise of Organic and Natural Skincare Beauty isn’t just about salons anymore; it’s personal care products too. Bangladesh’s skincare industry is heavily import-dependent, but there’s been a paradigm shift toward natural and organic products. Brands like Ribana and Meena Herbal highlight this trend. Ribana’s organic goat milk soap, for instance, uses alpha-hydroxy acids from raw milk instead of harmful chemicals, catering to a growing awareness about chemical safety. Large players like Unilever Bangladesh have also launched their natural skincare lines, such as Lever Ayush, and local conglomerates like ACI are following suit with Neem Original. Even lifestyle brands like Aarong are entering the market with Aarong Earth, tapping into the youth’s desire for clean, sustainable beauty. For smaller Cottage, Small, and Medium Enterprises (CSMEs), this niche is a goldmine. From neem and turmeric to aloe vera and fuller’s earth, these brands cater to specific skin and hair concerns, from pigmentation to hair loss prevention. Pricing varies, but the focus remains on quality, natural ingredients, and targeted benefits. Shifting Beauty Norms: Colorism and Female Empowerment Historically, fairness creams dominated the Bangladeshi market, fueled by deep-rooted colorism. Many products contained excessive mercury and hydroquinone, posing serious health risks. The Bangladesh Standards and Testing Institution (BSTI) revealed that 8 out of 13 tested brands exceeded safe chemical levels. Yet, beauty ideals are evolving. More women are joining the workforce, attaining higher education, and becoming economically empowered. Social media and beauty bloggers amplify this shift, challenging the idea that “fair is beautiful.” Now, natural, herbal, and organic products are preferred, with urban youth actively rejecting harmful chemical-based options. It’s fascinating to watch how societal change directly influences consumer behavior. What used to be a cosmetic choice has become a statement of values — sustainability, safety, and self-expression. Men’s Grooming: An Emerging Force Beauty isn’t just a female domain anymore. E-commerce platforms like Daraz, Shajgoj, Othoba.com, and EnvieBD are dedicating entire sections to men’s skincare and grooming. Though the male market is smaller, it’s growing fast. Salons now offer services ranging from haircuts to facials, spa treatments, and even wedding packages for men. The change is cultural as much as it is commercial. Male grooming is becoming a symbol of self-care and confidence, and salons are reflecting that through service diversification, hygiene, and modern aesthetics. Social Media and the Instagram Effect You can’t talk about beauty trends today without mentioning Instagram. From salon interiors to product packaging, social media presence drives perception. Young consumers are visual, lifestyle-conscious, and influenced by influencers, bloggers, and online communities. Brands that succeed aren’t just selling products — they’re creating stories, experiences, and aesthetics that resonate online. Think bold packaging, shareable visuals, and campaigns that feel authentic, not just transactional. Even traditional salons like Hair Lab have adopted this mindset, changing artwork seasonally and training staff to replicate trends pulled straight from Google Images. Challenges and Opportunities The growth of Bangladesh’s beauty market isn’t without challenges. High import dependency, lack of standardization for natural products, and the need for better branding and packaging remain hurdles. Yet, these challenges are also opportunities. Standardization can unlock export potential. Branding can add value and compete with global players like India and South Korea. Social media marketing can amplify reach among the youth demographic. And as disposable income rises, the demand for premium and niche products is expected to continue its upward trajectory. In short, the market is ripe for innovation, quality, and storytelling. Companies that combine these elements with authenticity will likely define the next wave of beauty in Bangladesh. Looking Ahead: The Future of Beauty in Bangladesh When you step back, the evolution from old Dhaka’s cramped barbershops to Instagram-worthy salons and organic skincare brands tells a larger story. It’s a story of societal change, youth empowerment, and economic opportunity. It’s also a reminder that beauty trends are never just about aesthetics — they reflect culture, values, and technology. For consumers, this means more choices than ever before: safer products, personalized services, and brands that align with their values. For entrepreneurs, it’s a call to innovate, educate, and create experiences that resonate both offline and online. The shift from ceiling fans to LED spotlights, from chemical-heavy fairness creams to herbal soaps, and from informal barbers to stylists with Instagram-worthy portfolios — all of this points to one clear reality: Bangladesh’s beauty landscape is evolving rapidly, and it’s only just getting started.

Learn more
কনের সাজ

কনের সাজ

শীতকে বিয়ের মৌসুম বলা হলেও সারা বছর জুড়েই এখন বিয়ের অনুষ্ঠান দেখা যায়৷ একজন মেয়ের জীবনে বিয়ে একটি গুরুত্বপূর্ণ দিন। তাই সবাই চায় এই দিনে তাকে লাগুক একদম পারফেক্ট এবং ভিন্নধর্মী। তাই বিয়ের তারিখ নির্ধারণ হওয়ার সাথে সাথেই শুরু হয়ে যায় প্রস্তুতি। গত কয়েক বছরে বিয়ের সাজে এসেছে অনেক পরিবর্তন। তাই জেনে নেয়া যাক এখন কনের সাজে কি রয়েছে ট্রেন্ডে : কনের মেকাআপ :  বিয়ের মেকাআপ মানে ছিল কনেকে অনেক বেশি ফর্সা লাগতে হবে। কনেকে বিয়ের সময় মানুষ চিনতেই পার‍ত না৷ কিন্তু এখন কনেরা চায় একদম ন্যাচারাল লুক। মেকাআপ নো মেকআপ লুক এখন রয়েছে বেশ ট্রেন্ডে। মেকাআপ আর্টিস্ট এর কাছে গিয়ে বেশিরভাগ কনের আবদার থাকে যাতে তার গায়ের রং পুরোপুরি বদলে ফেলা না হয়। কনেরা মেকাআপের ক্ষেত্রে চোখে গাঢ় রংয়য়ের শেড বেছে নিলেও ঠোঁটে নুড লিপস্টিক দিয়ে থাকে৷ তবে গাঢ় লাল লিপস্টিকও অনেকের পছন্দের তালিকায় রয়েছে।  কনের মেকাআপ নির্ভর করছে তার পোশাক  ও অনুষ্ঠানের সময়ের উপর। দিনে অনুষ্ঠান হলে কিছুটা হালকা মেকাআপ করার চেষ্টা করতে হবে৷ হলুদ কিংবা মেহেদী সন্ধ্যার মেকাআপ নেচারাল রাখতে হবে৷ এখনকার বেশিরভাগ কনে পোশাক ভারী রেখে মেকাআপ হালকা নিয়ে থাকে৷ পোশাকের রং এর সাথে মিলিয়ে এখন আর কেউ তেমন মেকাআপ লুক করে না। বেশির কনে চায় ব্রাউন কিংবা গ্লিটারি আইলুক।  বাংলাদেশে এখন অনেক মেকআপ আর্টিস্ট রয়েছে। কার কাছে সাজবেন তা ঠিক করার আগে ভালো করে তাদের অন্যান্য কাজ দেখতে হবে ও সার্ভিস সম্পর্কে জানতে হবে। যাতে করে কোনো খারাপ অভিজ্ঞতার মধ্যে না পরতে হয়। অন্য কোনো কনের ছবি থেকে অনুপ্রেরিত না হয়ে নিজেকে জানতে হবে কোনো মেকাআপ আপনার সাথে মানানসই। কারণ একই আই লুক হয়তো একজন কনেকে ভালো লাগছে, আপনাকে তা নাও শোভা দিতে পারে। হাতে সময় নিয়ে মেকাআপ আর্টিস্ট ঠিক করা উচিত, যাতে করে বিয়ের আগে তার কাছে সরাসরি কাউন্সিলিং নেয়া যায়।  কনের চুলের সাজ :  লেহেঙ্গা হোক কিংবা শাড়ি যেকোনো পোশাকের সাথেই বড় করে খোঁপা করে যেকোনো ফুল বেশ মানিয়ে যায়। কিন্তু খোঁপায় নিয়ে আসা যেতে পারে ভিন্নতা যেমন করা যেতে পারে ফ্লোরাল বান কিংবা প্যাঁচানো খোঁপা। চাইলে খোঁপায় পরতে পারেন কোনো অলংকার। হলুদের অনুষ্ঠানে বেণি করে সাইডে রেখে রাতে গাদা কিংবা রজনীগন্ধা ফুল দিয়ে দিতে পারেন। অনেকে এখন চুল খোলা রেখে চুলের নিচের দিকে কিছুটা বাঁকা করে দিচ্ছে। খোঁপা করলে চুলে নানা ধরনের পুতি বসাতে পারেন।

Learn more
ত্বকের সুস্থতায় লাইফস্টাইলের ভূমিকা

ত্বকের সুস্থতায় লাইফস্টাইলের ভূমিকা

সঠিক নিয়ম মেনে ত্বকের যত্ন, ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার এবং ঠিকমতো মেকাপ করার পরও দেখা যায় ত্বক ভালো থাকছে না। কোন কিছুতেই যখন ফলাফল পাওয়া যায় না তখন অনেকে নিজের ত্বক নিয়ে হীনমন্যতায় ভুগতে থাকে। এ সমস্যার কারণ জানতে গেলে দেখা যায় লাইফস্টাইল কিংবা জীবনযাত্রায এলোমেলো রয়েছে। তাই আপনার ত্বককে সুস্থ রাখতে আপনার লাইফস্টাইল এ কি কি পরিবর্তন আনা প্রয়োজন জেনে নেয়া যাক : স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস : আমরা যা খেয়ে থাকি তার প্রভাব আমাদের ত্বকে সরাসরি পরে থাকে। অনেক সময় আমরা স্কিন কেয়ারের গুরুত্ব দিলেও ত্বকের যত্নে নিজের ডায়েট কিংবা খাদ্য অভ্যাসে কোন পরিবর্তন আনে না। ফিটনেস এর জন্য যেমন একটি সঠিক ডায়েট অনুসরণ করা প্রয়োজন ঠিক তেমনি ত্বকের জন্য এটি ডায়েট মেনে চলা জরুরি৷অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার, ভাজাপোড়া কিংবা বাইরের খাবার আমাদের স্কিনকে আরো বেশি তৈলাক্ত করে ব্রণের প্রবণতা বাড়িয়ে দেন। তাই আপনার ডায়েটের প্রতিদিন রাখতে হবে স্বাস্থ্যসম্মত খাবার৷ ত্বকের সুস্থতার জন্য প্রতিদিন খেতে পারেন গ্রিন ট্রি৷ গ্রিন টি-তে আছে অ্যান্টি-অক্সিডেন্ট, নানাবিধ এনজাইম, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন বি-সহ বেশকিছু উপাদান। এছাড়া প্রতিদিন খাবারের তালিকায় রাখতে হবে ভিটামিন সি সমৃদ্ধ খাবার৷ যেমন টমেটো ভিটামিন সি এর একটি ভালো উৎস৷ এছাড়া এতে আরো রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়া। তাই প্রতিবেলা খাবারের সাথে খেতে পারেন টমেটোর সালাদ৷ গাজর ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে এবং অনেকের ত্বক রোদে পুড়ে কালো হয়ে যায় সে কালো দাগ দূর করতেও গাজর সহায়তা করে। এতে রয়েছে প্রচুর পরিমান বিটা ক্যারোটিন৷ যা ত্বকের জন্য উপকারী৷ প্রতিদিন খাবারে রাখতে পারেন ফ্যাটি এসিড সমৃদ্ধ মাছ। মাছের তেল শরীরসহ ত্বকের জন্য উপকারী। এছাড়া যে কোনো প্রোটিন সমৃদ্ধ খাবার প্রতিদিনই খাওয়া উচিত যেমন মুরগির মাংস, ডিম। গরুর মাংস প্রোটিনের উৎস হলেও তা ত্বকের জন্য উপকারী নয়। তাই গরুর মাংস খেতে হবে পরিমাণ বুঝে৷ ত্বকে সুস্থতার জন্য আরো প্রয়োজন ফাইবার সমৃদ্ধ খাবার৷ ত্বক ভালো রাখতে প্রতিদিন যে কোন একটি ফল খাওয়া উচিত যেমন কলা, আপেল, নাশপাতি, কমলা ইত্যাদি৷ এছাড়া খেতে হবে প্রচুর পরিমাণ সবুজ শাকসবজি। ত্বকের সুস্থতার জন্য পানির বিকল্পে আর কিছুই নেই। পানি শরীরের ভিতরে জমে থাকা দূষিত পদার্থ বের করে দিয়ে ত্বককে ভালো রাখে। তাই প্রতিদিন চাহিদা অনুযায়ী পানি পান করা জরুরী। পানি ছাড়া অন্যান্য তরল জাতীয় খাবার যেমন ডাবের পানি, স্যালাইন, ফলের রস ইত্যাদি খাওয়া যেতে পারে। ঘুম : বর্তমান লাইফ স্টাইলে এখন সবারই কম বেশি রাত জাগা হয়ে থাকে। রাতে দেরিতে ঘুমাতে যাওয়া এবং দেরিতে ঘুম থেকে ওঠা এখন আমাদের লাইফস্টাইলের এর অংশ। কিন্তু এর অনেক ক্ষতিকারক দিক রয়েছে। রাতে দেরিতে ঘুমানোর জন্য আমাদের চোখে নিচের ডার্ক সার্কেল, ব্রণ সহ নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়।সারাদিনের ব্যস্ততার পর আমাদের শরীরের প্রয়োজন পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম৷ তাই দিনের পর দিন রাত জেগে মোবাইল ফোন ইউজ করা কিংবা ল্যাপটপে কাজ করার প্রভাব আমাদের ত্বকে ও স্বাস্থ্যের উপর পরে থাকে। তাই আপনার ত্বকের সুস্থতা বজায় রাখতে হলে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে৷ মানসিক স্বাস্থ্য : অনেক সময় আমাদের মুখে অনেক ব্রণ উঠে। সঠিক স্কিন কেয়ার করেও সে ব্রণ দূর করা যায় না, এর কারণ হিসেবে দেখা যায় অতিরিক্ত মানসিক চাপ কিংবা স্ট্রেস৷ অতিরিক্ত স্টেসে থাকলে আমাদের বডি তাদের সিস্টেমের ভারসাম্য হারায়। তখন আমাদের ত্বকে নানাবিদ সমস্যা দেখা দিতে পারে। তাই চেষ্টা করতে হবে একটি স্ট্রেস মুক্ত জীবন যাপন করতে। স্ট্রেস থেকে বাঁচতে মেডিটেশন, ইয়োগা, ব্যায়াম কিংবা পছন্দের যেকোনো কাজ করা যেতে পারে। বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া : সঠিক স্কিন কেয়ার করার পরেও যদি ত্বকের সমস্যা দূর না হয় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ অনেক সময় স্বাস্থ্যগত ত্রুটির কারণেও স্কিনের সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা নেয়া জরুরী।

Learn more
কুইক রেগুলার মেকাআপ

কুইক রেগুলার মেকাআপ

বড় কোনো ইভেন্ট কিংবা প্রোগামকে কেন্দ্র করে গর্জিয়াস মেকআপ লুক করলেও রেগুলার মেকআপ লুক কেমন হতে পারে তা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকে। রেগুলার মেকআপে অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করা যায় না অতিরিক্ত প্রোডাক্ট ব্যবহার করার ফলে স্কিনে অনেকের নানা ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে। কিন্তু মিনিমাল কিছু প্রোডাক্ট ব্যবহার করে অফিস কিংবা ইউনিভার্সিটি যাওয়ার আগে আপনি সুন্দর একটি লুক ক্রিয়েট করে যেতে পারেন। ঘর থেকে বের হবার আগে হালকা মেকআপ এবং পরিপাটি হয়ে বের হলে আপনি সারাদিনের জন্য কনফিডেন্ট থাকবেন। তাই আজ জেনে নেয়া যাক কেমন হতে পারে আপনার রেগুলার মেকআপ লুক : স্কিন কেয়ার ; একটি সুন্দর মেকআপ লুক এর জন্য স্কিন কেয়ারের বিকল্পে কিছুই হতে পারে না। আপনি যত ভালো করে মেকআপ করেন না কেন যদি সঠিকভাবে স্কিনের যত্ন না নেন তাহলে সেই মেকআপ কখনোই সুন্দর হবে না। তাই সকালবেলা ক্লাসে কিংবা অফিসে যাওয়ার আগে একটি স্কিন কেয়ার মেইনটেইন করা খুব বেশি জরুরী, তাই হাতে কিছুটা সময় নিয়ে ঘুম থেকে ওঠা উচিত। কিনের যত্ন কিভাবে নিবেন তার নির্ভর করছে আপনার স্কিন কি ধরনের তার উপর। প্রথমে সকালে ঠান্ডা পরিষ্কার পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে দেখা যায় ঘুম থেকে ওঠার পর নাকের আশেপাশে তেল জমে থাকে। সে ক্ষেত্রে একটি বরফের টুকরা মুখের মধ্যে ভালো করে ম্যাসাক করে নিতে পারেন। এর ফলে আপনার ত্বকের রক্ত সঞ্চালন দ্রুত হবে এবং মেকআপ সহজে বসবে। আপনার ত্বকের ধরন বুঝে একটি ভাল ব্র্যান্ডের ফেসওয়াস বেছে নিন, সকালে মুখ পরিষ্কার করার সময় ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করে নিন। স্কিন কেয়ারের সবচেয়ে অবহেলিত প্রোডাক্ট হচ্ছে টোনার। অনেকেই টোনার এড়িয়ে যেতে চায়। কিন্তু টোনারে রয়েছে অনেক ধরনের উপকারিতা। টোনার স্কিনকে হাইড্রেড রাখতে সাহায্য করে। তবে টোনারো বেছে নিতে হবে স্কিনের ধরন বুঝে অ্যালকোহল যুক্ত টোনার ব্যবহার না করাই ভালো। ময়শ্চারাইজার এর গুরুত্ব সম্পর্কে এখন সবারই কম বেশি জানা। তাই মেকআপ শুরু করার আগে ভালো করে মশ্চারাইজার এপ্লাই করে নিতে হবে ময়শ্চেরাইজার স্কিনের রুক্ষতা কমাবে এবং অনেকক্ষণ মেকআপ ধরে রাখতে সাহায্য করবে। এবং অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে অনেকের ধারণা সারাদিনে একবার সানস্ক্রিন লাগালেই যথেষ্ট কিন্তু না মেকআপের উপরও সানস্ক্রিন রিপ্লাই করতে হবে। কুইক মেকাআপ : যেহেতু সকালে হাতে কম সময় থাকে তাই খুব জলদি একটি মেকআপ নিয়ে নিতে হবে। রেগুলার মেকাপ এর ক্ষেত্রে ফাউন্ডেশন না দেওয়াই ভালো। সে ক্ষেত্রে বেছে নিতে পারেন বিবি ক্রিম। পিগমেন্টেশন, চোখের নিচের ডার্ক সার্কেল কিংবা যেকোনো ধরনের দাগ ঢেকে দেয়ার জন্য ব্যবহার করুন স্কিন টোনের সাথে মিল রেখে কনসিলার। এরপর লুজ পাউডার কিংবা ফেস পাউডার দিয়ে আপনার মেকাআপ সেট করে নিন। রেগুলার মেকআপ এর ক্ষেত্রে খুব বাড়তি কিছু ব্যবহার না করাই উচিত। আপনার পছন্দের যে কোন একটি ব্লাশন ব্যবহার করে বেইজ মেকআপ কমপ্লিট করে ফেলুন। চোখের সাজের ক্ষেত্রে কাজল কিংবা আইলাইনার ব্যবহার করে মাশকারা এপ্লাই করুন।রেগুলার মেকাপ এর ক্ষেত্রে নুড শেইডে লিপস্টিক বেছে নেওয়া ভালো। সবশেষে মেকাআপ সেটিং স্প্রে ব্যবহার করতে ভোলা যাবে না যেহেতু সারাদিন অনেক ধরনের ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হবে মেকাপ সেটিং স্প্রে আপনার মেকআপ দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে। পেশাগত কারণে আমাদের রেগুলার মেকআপ নেয়ার প্রয়োজন হয়ে থাকে। কিন্তু দিনশেষে বাড়ি ফিরে আমরা যদি ভালো ভাবে সেই মেকআপ না তুলি তাহলে স্কিনের নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই ঘরে ফিরে অবশ্যই ভালো করে মেকআপ রিমুভার দিয়ে মেকাআপ তুলে ফেলতে হবে। মেকআপ রিমুভ করার পর স্কিন অনেক সময় অতিরিক্ত ড্রাই হয়ে যায় সে ক্ষেত্রে আবার মশ্চারাইজার ব্যবহার করতে হবে।

Learn more
দেশীয় শাড়িতে ঈদ

দেশীয় শাড়িতে ঈদ

অগ্নি-পাটের শাড়ি কন্যা, যখন নাকি পরে স্বর্গের তারা লজ্জা পায়, দেখিয়া কন্যারে।–দ্বিজ ঈশান।ঈদের দিন সকালে মুনিয়া নতুন শাড়ির ভাঁজ খুলবে। সকালে গোসল সেরে গায়ে জড়িয়ে নেবে পছন্দের টাঙ্গাইল শাড়িটি। সঙ্গে মানানসই ব্লাউজ। আর তাই তো রোজা শুরুর আগেই বাজার ঘুরে ঘুরে কিনে ফেলেছে পছন্দের তিনটি শাড়ি। বিকেলে বা রাতে আত্মীয়ের বাসায় দাওয়াত খেতে গেলে পরবে দেশীয় কাতান। আর বেনারসি শাড়িটি ন্যাপথলিন দিয়ে যত্ন করে রেখে দেবে ভিন্ন কোনো আয়োজনে পরবে বলে। মুনিয়া সমরেশ মজুমদারের ‘সাতকাহন’ উপন্যাসে পড়েছে– ভালোবাসা হলো বেনারসি শাড়ির মতো ন্যাপথলিন দিয়ে যত্ন করে আলমারিতে তুলে রাখতে হয়। মুনিয়ার মতো এখনকার অনেক নারীর প্রথম পছন্দ শাড়ি। এখনকার বললে ভুল হবে, শাড়ি সব সময়ের নারীদের কাছেই সমান গুরুত্বপূর্ণ। তিন হাজার বছরের পুরোনো এই পোশাকের সঙ্গে নারীর আবেগ জড়িত। তাই উৎসবের দিনগুলোতে অন্তত একটি শাড়ি নারীর চাই-ই চাই।এবারের ঈদে টাঙ্গাইল, জামদানি, বেনারসি, মসলিন, সিল্ক, কাতান, টিস্যু কিংবা মণিপুরি– কোন শাড়িটি কিনবেন তা নিশ্চয় মাথায় ঘুরপাক খাচ্ছে? কেনার আগে কোন ব্র্যান্ড কোন ধরনের শাড়ি নিয়ে এসেছে, তা জেনে নেওয়া ভালো। এতে মার্কেটে গিয়ে জলের মতো ঘুরতে হবে না। শাড়ি কেনায় সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে না।    এবারের ঈদ আয়োজন সামনে রেখে দেশীয় পোশাকের ব্র্যান্ডগুলো নিয়ে এসেছে নতুন শাড়ির সংগ্রহ। গরম, বৈশাখ ও ঈদকে কেন্দ্র করে বিভিন্ন নকশার শাড়ি এনেছে বিভিন্ন ব্র্যান্ড। টাঙ্গাইলের তাঁতের শাড়িতে ব্লক, এমব্রয়ডারি, মিরর ওয়ার্ক করে নতুনত্ব আনা হয়েছে রঙ বাংলাদেশের শাড়িতে। পোশাকের ব্র্যান্ড অঞ্জন’স নিয়ে এসেছে রাজশাহী বলাকা সিল্ক, মসলিন, হাফ সিল্ক, কটন সিল্ক, লিনেন কটন, টাঙ্গাইল কটন ও ভয়েল কাপড়ের শাড়ি। সেসব শাড়িতে ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি ও কারচুপি করা হয়েছে। ঈদ সামনে রেখে কে-ক্র্যাফটের শাড়ির বৈচিত্র্যপূর্ণ ডিজাইনের একটি বড় আয়োজন থাকছে। নিজস্ব ডিজাইনে মোটিফের ব্যবহার, কালার কম্বিনেশন এবং ভ্যালু অ্যাডিশনে নানা মিডিয়ার ব্যবহার সবার দৃষ্টি কাড়বে। মোটিফে মাত : কে-ক্র্যাফটের শাড়িতে মোগল আর্ট, মানডালা, টামজারা, ফ্লোরাল, জামদানি, কাঁথা স্টিচ, ট্র্যাডিশনাল, ওরিয়েন্টাল, জিওমেট্রিকসহ মিক্সড মোটিফের উপস্থাপনা ও নানা মিডিয়ার ব্যবহারে আছে। দিনে-রাতে যেমন শাড়ি : কে-ক্র্যাফটের কর্ণধার খালিদ মাহমুদ খান জানান, ঈদে দিনের বেলায় স্বস্তি সুতি শাড়ি অথবা তাঁতের সুতি শাড়ি বেছে নেওয়া যেতে পারে। রাতে সিল্ক, হাফ সিল্ক, খাদি মসলিন কিংবা মসলিন প্রাধান্য পেতে পারে। নোরা, পিচ, পিঙ্ক, পার্পল, ব্রিক রেড, লেমন গ্রিন, উডেন ব্রাউন, স্কাই, অলিভ, নেভি, ব্ল্যাক, ফিরোজা, কোরা, অ্যাকুয়া, এনটিক, হোয়াইট, প্যাস্টেল, ভায়োলেট, ব্রাউন, কপার, ল্যাভেন্ডার, ম্যাজেন্টা, কোরাল রেড, মেরি গোল্ডসহ পছন্দের রঙের শাড়ি বেছে নিতে পারেন ব্র্যান্ডটি থেকে। থিমে নতুনত্ব : প্রতিবারের মতো এবারও থিমনির্ভর শাড়ির পসরা নিয়ে এসেছে রঙ বাংলাদেশ। এ বছরের মূল থিম ক্লাসিক্যাল ফোর এলিমেন্টস, অর্থাৎ আগুন, পানি, মাটি ও বাতাস। এই চার উপাদানের রূপ-বৈচিত্র্যের বিন্যাস ঘটানো হয়েছে এবারের শাড়িতে। এ ছাড়া পাখির রং থিমের কিছু শাড়িও রয়েছে বলে জানান রঙ বাংলাদেশের স্বত্বাধিকারী সৌমিক দাস। তিনি জানান, এবারও দুই আঁচলের এক শাড়ি পাওয়া যাচ্ছে রঙ বাংলাদেশে। এ ধরনের শাড়ি দুই দিক দিয়েই পরা যায়। এতে নতুনত্ব আসে। পুনর্জীবিত রং, ডিজাইন ও প্যাটার্ন : এই ঈদে গতানুগতিক ধারাকে পাশে সরিয়ে হরীতকীর ফ্যাশনে পুনর্জীবিত হয়েছে নতুন রং, ডিজাইন ও প্যাটার্ন। ঈদের সব ধরনের শাড়ি রঙিন করার চেষ্টা করা হয়েছে বলে জানান হরীতকীর কো-ফাউন্ডার বলরাম পাল। ঈদের জন্য থিমভিত্তিক ডিজাইনে নন ফিগারেটিভ শাড়ি এনেছে। বৈশাখের জন্যও এনেছে দেশীয় ফিগারেটিভ ডিজাইনের নানান সংগ্রহ। পোশাকের অনলাইন ব্র্যান্ড ‘সরলা’ আরামের কথা চিন্তা করে পোশাক তৈরি  করে। এবারের ঈদের শাড়িতে ফ্লোরাল মোটিফ থেকে ঐতিহ্যবাহী ফোক আর্ট কোনো কিছু বাদ পড়েনি। সরলার কর্ণধার মানসুরা স্পৃহা বলেন, প্রতিটি সিজনে আমরা নতুন নতুন থিম নিয়ে কাজ করি। এবারও এর ব্যত্যয় হয়নি। সরলাতে এবারে প্রথম যে বিষয়টি মাথায় রাখা হয়েছে, তা হলো শাড়ির রং। বৈশাখ ও ঈদ দুই-ই খুব জমকালো ও রঙিন। তাই নানান রঙের চর্চা হয়েছে এবারের ডিজাইনে। শাড়িতে ফোক ও জামদানি মোটিফের বহুবিধ নকশা চোখে পড়বে সরলায়। বাটিক ও সুতার কাজের শাড়ি : বিভিন্ন ব্র্যান্ড এবার টাই-ডাই, মোম বাটিক ও সুতার কাজের শাড়ি আনা হয়েছে। গরমের কথা মাথায় রেখে এবারের ঈদের শাড়িতে হালকা ফেব্রিক ব্যবহার করা হয়েছে। অনলাইন ব্র্যান্ড ‘জাদুর বাক্স’ ঈদ উপলক্ষে সেমি-মসলিন, হাফ সিল্ক, অরগাঞ্জা, এন্ডি কটন, হ্যান্ডলুম সুতি কাপড়ের শাড়ি নিয়ে এসেছে। উদ্যোগটির কর্ণধার মেহবুব কামাল জাদু বলেন, ‘এই ঈদে আমরা সুতার কাজ এবং টাই-ডাই দুই ধরনের শাড়ি বেশি করেছি। সুতার কাজের শাড়িগুলোতে যশোরের প্রসিদ্ধ যশোর স্টিচ সেলাইয়ের মাধ্যমে অলংকরণ করেছি।’গরমে আরামের কথা মাথায় রেখে ‘জাদুর বাক্স’-এ কয়েক ধরনের কাপড়ে টাই-ডাই করা হয়েছে। হাফ সিল্ক শাড়িতে টাই-ডাই করে তার ওপর সুতার কাজ করা হয়েছে। হ্যান্ডলুমের পাতলা কটন শাড়ি এবং এন্ডি কটন শাড়িতে প্লেন টাই-ডাই করা হয়েছে। কিছু হাফ সিল্ক শাড়িতে টাই-ডাই করে তার সঙ্গে এমব্রয়ডারি, ব্লক প্রিন্ট, ডলারের কাজ করা হয়েছে। এ ছাড়া হরীতকীর শাড়িতে মোম বাটিক, ডিজিটাল প্রিন্ট ও মোম রঙে আঁকা রংবেরঙের ফুল প্রাধান্য পেয়েছে। এমব্রয়ডারি-মিরর ওয়ার্কের কারুকাজ : আড়ং, লা রিভ, সোনিয়া মুসা ঢাকা, কে-ক্র্যাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশের বিভিন্ন শোরুম ঘুরে এবং ঈদ আয়োজনে দেখা গেছে শাড়িতে আগের চেয়েও এবার বেশি এমব্রয়ডারি, মিরর ও ডলার ওয়ার্ক প্রাধান্য পেয়েছে। স্ক্রিনপ্রিন্ট ও ডিজিটাল প্রিন্ট করা শাড়িতেও রয়েছে হাতের কাজের ছোঁয়া। জর্জেটের শাড়িতে ডিজিটাল প্রিন্টের ছাপ বেশি হলেও কারচুপি, চুমকির কাজও রয়েছে। ড্র্যাপিং স্টাইলের শাড়ি : এখন ট্রেন্ডমার্ট ও কিছু অনলাইন প্রতিষ্ঠান ড্র্যাপিং স্টাইলের শাড়ি নিয়ে এসেছে। এসব শাড়ি পরতে কোনো ঝামেলা পোহাতে হয় না। শুধু পরে নিলেই হয়ে যায়। এ ধরনের শাড়ি ২ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকার মধ্যে কেনা যাবে। জমকালো ব্লাউজ : ব্লাউজ নির্বাচন করতে হবে শাড়ির সঙ্গে মিল রেখে। যেসব শাড়িতে ব্লাউজ পিস থাকে, তা দিয়ে ব্লাউজ বানিয়ে নিন। এখন স্লিভলেস, ব্যাকলেস ব্লাউজ যেমন চলছে তেমনি ম্যাগি, কলস, ঘটি, ফ্লেয়ার, র‌্যাফেল, বেল স্লিভ ইত্যাদি হাতার ব্লাউজ। অনেকে ক্রপ টপ, টপস ও শার্টের সঙ্গেও পরেন শাড়ি। অফ শোল্ডার, হাই নেক, হল্টার নেক, বোট নেক ব্লাউজ এ বছরও জনপ্রিয়। জারদৌসি কাজের ব্লাউজ, সিঙ্গেল শোল্ডার, প্রিন্সেস কাটসহ নানা কাটের ব্লাউজ মার্কেট থেকে রেডিমেড কিনতে পারবেন। অনলাইন পেজ বর্ণন লাইফস্টাইল, হরীতকী, কালার ক্রেজ, খাঁচা, সাতকাহনসহ বিভিন্ন পেজ থেকে অর্ডার দিয়ে ব্লাউজ কেনা যাবে। প্রাপ্তিস্থান: এবারের ঈদের শাড়ি কিনতে ঢুঁ মারতে পারেন বিশ্বরঙ, অঞ্জন’স, কে ক্র্যাফট, রঙ বাংলাদেশ, লা রিভ, দেশাল, নিপুণ, বিবিআনা, বাংলার মেলা, সাতকাহনসহ বিভিন্ন ব্র্যান্ডে। প্রতিটি ফ্যাশন ব্র্যান্ড তাদের নিজস্বতার ছাঁপ রেখেছে এবারের ঈদের শাড়িতে। এছাড়া অনলাইন পেইজ সরলা, যাদুর বাক্স, খাদি বাই নুভিয়া, খাঁচা, খুঁত, হরিতকী, অপরাজিতা থেকে কেনা যাবে ঈদের শাড়ি। দেশজ ঐতিহ্যের এক্সক্লুসিভ শাড়ি পেয়ে যাবেন সোনিয়া বাই মুসাতে।দরদাম: বিশ্বরঙ থেকে ঈদের শাড়ি কেনা যাবে ৩ হাজার ৫০০ থেকে ৮ হাজার টাকার মধ্যে। ঈদ উপলক্ষ্যে বিশ্বরঙ নিয়ে এসেছে একটি এক্সক্লুসিভ শাড়ি, যার দাম ১৫ হাজার টাকা। অঞ্জন’স থেকে কটন শাড়ি কেনা যাবে ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার ২৫০ টাকায়। কটন সিল্ক শাড়ির মূল্য ৩ হাজার থেকে ৮ হাজার ৫০০ টাকা, মসলিন ও জামদানি শাড়ির মূল্য ৫ হাজার ৫০০ থেকে ৩০ হাজার টাকা, সিল্ক শাড়ির মূল্য ৮ হাজার থেকে ২৫ হাজার টাকা এবং কাতান শাড়ির মূল্য ১ হাজার ৫০০ থেকে ৮ হাজার টাকা। কে ক্র্যাফট থেকে ঈদের শাড়ি কেনা যাবে ১ হাজার থেকে ১১ হাজার টাকার মধ্যে। শাড়ির অলংকরণ, কারুকাজ ও ফেব্রিকের ধরনের ওপর দাম কম বা বেশি হয়।   রঙ বাংলাদেশ থেকে শাড়ি কেনা যাবে ১ হাজার ৭৫০ থেকে ১০ হাজার টাকার মধ্যে। তবে ২ হাজার থেকে ৫ হাজার ৫০০ টাকার মধ্যেই ক্রেতারা সাধ্যের মধ্যে পছন্দের শাড়ি কিনতে পারবেন। ব্র্যান্ডটিতে এক্সক্লুসিভ শাড়িও আছে। সেসব শাড়ির দাম ১০ হাজার থেকে ২৫ হাজারর মধ্যে। এছাড়া অনলাইনের বিভিন্ন পেইজ থেকে শাড়ি কেনা যাবে ১ হাজার থেকে শুরু করে ৬ হাজার টাকার মধ্যে।

Learn more